বিজ্ঞাপন দিন

জলঢাকায় উপজেলা জাতীয়পাটির সদস্য সচিব অধ্যাপক মঞ্জুর করোনা পজেটিভ

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় আজ বুধবার (২৪ জুন) দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের নমুনা পরীক্ষায় উপজেলা জাতীয়পাটির সদস্য সচিব ও রাবেয়া মহিলা মহাবিদ্যালয়ের সহকারি অধ্যাপক মমিনুল ইসলাম মঞ্জুসহ ২ জনের দেহে করোনা পজেটিভ ধরা পরেছে। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬৪ জনে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবু হাসান মোঃ রেজওয়ানুল কবীর এ তথ্য নিশ্চিত করেছেন। উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বুধবার সন্ধায় দিনাজপুর পিসিআর ল্যাব থেকে আসা নমুনা টেস্টে নতুন করে আরো ২ জনের শরীরে করোনা পজেটিভ আসে। তারা ১৬ জুন নমুনা দিয়েছিল। এর মধ্যে ডাউয়াবাড়ী ইউনিয়নের নেকবক্ত এলাকার ১ জন ও মিরগঞ্জ ইউনিয়নে ১ জন। ডাঃ আরিফ হাসনাত জানান উপজেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৬৪ জন। এর মধ্য ২ জন মারা গেছে, ৩৫ জন সুস্থ হয়েছে। ৪ জন জলঢাকা হাসপাতালে আইসোলেশনে ওয়াডে এবং ২১ জন নিজ বাড়ীতে আইসোলেশনে থেকে চিকিৎসা গ্রহন করছে। এছাড়াও দুইজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর ও নীলফামারী মেডিকেলে স্থানান্তর করা হয়েছে। এদিকে উপজেলা জাতীয়পাটির সদস্য সচিব রাবেয়া কলেজের সহকারি অধ্যাপক মমিনুল ইসলাম মঞ্জু বলেন, ১৪ জুন শরীরে জ্বর অনুভব করলে ১৬ জুন জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেই এবং আজ ২৪ জুন দিনাজপুর পিসিআর ল্যাবের রিপোর্টে আমার দেহে করোনা পজেটিভ আসে। বর্তমানে তিনি সুস্থ আছেন বলে জানান।