আব্দুল মালেক, নীলফামারী প্রতিনিধিঃ মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, করোনায় আক্রান্ত হয়ে বেশ কিছুদিন চিকিৎসাধীন থাকার পর দ্রুত সুস্থ্যতা লাভ করায়, মহান আল্লাহ্র দরবারে দোয়া ও মিলাদ মাহফিল করেছে পঞ্চগড় জেলা ৭১এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদ। আজ রোববার জোহরবাদ তেতুলিয়া উপজেলার কালান্দিগঞ্জ ফাজিল মাদরাসা জামে মসজিদে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়। এসময় তেতুলিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মন্ডল ও পঞ্চগড় জেলা ৭১এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের সভাপতি ও আওয়ামী ওয়ালামা লীগের জেলা সভাপতি শেখ মোঃ হাবিবুর রহমান এবং ৭১এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের নেতৃবৃন্দসহ স্থানীয় মুসল্লিগন মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন।
অনুষ্টানে মিলাদ ও মোনাজাত পেশ করেন, কালান্দিগঞ্জ ফাজিল মাদরাসা জামে মসজিদের ঈমাম মাওলানা ওমর ফারুক। এসময়, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক ও ক্ষমতাসীন আওয়ামীলীগের নেতাকর্মীরাসহ দেশবাসির সুস্থ্যতা কামনা চেয়ে মোনাজাত করা হয়।