বিজ্ঞাপন দিন

নীলফামারী পৌরসভার ৩২তম উন্মুক্ত বাজেট ঘোষণা

আব্দুল মালেক,নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারী পৌরসভার আগামী অর্থবছরের উন্নয়ন কর্মকান্ডের পরিকল্পা হাতে নিয়ে করোনা পরিস্থিতির কারনে সামাজিক দুরত্ব বজায় রেখে ক্যাবল নেটওয়ার্কের মাধ্যমে পৌরবাসিকে ২০২০-২০২১ইং অর্থ বছরের ৩২তম উন্মুক্ত বাজেট ঘোষণা পেশ করেন পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ।

ক্যাবল নেটওয়ার্কের মাধ্যমে, ঘরে বসে সরাসরি মোবাইল ফোনে পৌরবাসির বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন এবং উন্নয়নমূলক কর্মকান্ডের বিষয়ে তাদের মতামত প্রকাশ করেছেন তিনি।



আজ মঙ্গলবার (৩০ জুন) দুপুরে পৌরসভার ৩য় তলার কনফারেন্স রুমে ২০২০-২১ইং অর্থ বছরের বাজেট ঘোষণার ৩২তম অধিবেশনে পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ বলেন, পৌরসভার আয়তন ২৯.৭৫ বর্গকিলোমিটার যার জনসংখ্যা প্রায় ১ লক্ষ ২৫ হাজার।



এই নতুন অর্থ বছরে পৌর বাসির নাগরিক সুযোগ সুবিধা ও উন্নয়ন কাজে বাজেট ধরা হয়েছে রাজস্ব আয় ৬ কোটি ৭৮ লক্ষ ৫৩হাজার ৩৫ টাকা, ৬ কোটি ৭১ লক্ষ ৯২ হাজার এবং  উদ্বৃত্ত আয় ৬১ কোটি ৮ লক্ষ ৫০ হাজার টাকা। এসময় বাজেট অধিবেশনে পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা/কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।