বিজ্ঞাপন দিন

বেসরকারি শিক্ষকদের নিজ উপজেলায় বদলির দাবিতে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর খোলা চিঠি।।


মাননীয় প্রধানমন্ত্রী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

বিষয়ঃ বেসরকারি শিক্ষকদের নিজ উপজেলায় বদলির জন্য আবেদন।

জনাব

বিনীত নিবেদন এই যে, আমি এনটিআরসিএ এর মাধ্যমে গত ২৪ জানুয়ারি ২০১৯ খ্রিস্টাব্দ রংপুর বিভাগের নীলফামারী জেলার জলঢাকা  উপজেলা থেকে ৯৮০ কি.মি. দুরে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ   উপজেলার নয়াপাড়া আলহাজ্ব নবী হোসাইন উচ্চ বিদ্যালয় বর্তমানে কর্মরত। সুদুর উত্তর অঞ্চল থেকে দক্ষিণ অঞ্চলে এসে আমি সহজে অভিযোজন করতে পারছি না।এখানে ভাত থেকে শুরু করে সবকিছুই সমস্যা যা আমার শারিরীক সহ নানাবিধ সমস্যা হচ্ছে।বলতেই হচ্ছে তেতুলিয়া থেকে টেকনাফ। তাছাড়া বাড়িতে মাকে কিছু দিতে পারছি না,এত দুরে যাওয়া আসা কষ্টকর,১৮ঘন্টা যার্নি করতে হয়, গাড়ি ভাড়া প্রায়  ৪৫০০টাকা,এখানে বাসা ভাড়া ৪০০০টাকা, গ্যাস, বিদ্যুৎ, পকেট খরচ,পোশাক,খাওয়া সহ সবকিছু কিনতে হয়। আর বেতন তো ১২৭৫০ টাকা মাত্র,কিভাবে চলবো ভেবে পাচ্ছি না,অনেক কষ্টে দিন যাচ্ছে।বৃদ্ধ মা তাকিয়ে আছে তার অভাগা চাকরিজীবী সন্তানের প্রতি। ছেলে হিসেবে বৃদ্ধা বয়সে মাকে দেখাশোনা সহ যাবতীয় দায়িত্ব সন্তানের।এছাড়াও বাহিরে চাকরি বিভিন্ন সমস্যা সহ জীবন হুমকিস্বরূপ।এমন অবস্থায় যারা দূরে শিক্ষকতা করছে তাদের কোন ক্ষতি হলে মা হারাবে সন্তান আর জাতি হারাবে একজন সাধারণ শিক্ষক।তাই মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় শিক্ষামন্ত্রী আপনাদের বলছি আমরা যারা দূরে আছি এই বেসরকারি শিক্ষকদের কথা শুনুন একটু ভাবুন দয়া করে। কারন শিক্ষকরাই জাতি গড়ার কারিগর।আমরা শিক্ষকরা কষ্ট পেলে জাতি উন্নত হবে কি করে?সাধারণ নাগরিক হিসাবে আপনার উন্নয়নের মহাসড়কের আমরা বেসরকারি শিক্ষকরা তুচ্ছ সৈনিক।সব মিলিয়ে দয়া করে আগে প্রয়োজনে বদলি দিন, আমরা এনটিআরসিএ থেকে নিয়োগপ্রাপ্ত হয়ে ৩৯৫৩৫ জন দুরদুরান্তে কর্মরত।আপনাদের দিকে তাকিয়ে আছে লক্ষাধিক বেসরকারি শিক্ষক।তাই,আমি একজন নতুন শিক্ষক হিসেবে আমার ক্ষুদ্র কথাগুলো আকুলতায় পেশ করলাম এবং আপনার স্বরণাপন্ন হলাম।



অতএব
বিষয়টি আমলে নিয়ে বেসরকারি শিক্ষকদের মনের আকুতি বদলির সুব্যবস্থা করে শিক্ষকদেরকে চিরকৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ রাখতে আপনার মর্জি হয়।




বিনীত নিবেদক
মোঃ নাহিদ পারভেজ 
সহকারী শিক্ষক 
নয়াপাড়া আলহাজ্ব নবী হোসাইন উচ্চ বিদ্যালয় 
সাবরাং. টেকনাফ. কক্সবাজার।