মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় ২০১৯-২০ইং অর্থ বছরের এডিপির বরাদ্দ হতে ৯৭ জন কৃষকের মাঝে স্প্রে-মেশিন বিতরন করা হয়েছে। আজ শনিবার (২০ জুন) সকালে উপজেলার খুটামারা ইউনিয়ন পরিষদ চত্বরে এসব স্প্রে মেশিন বিতরন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান, ইউপি চেয়ারম্যান ও জেলা জাতীয় শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবু সাঈদ শামীম, ইউপি সচিব গোলজার রহমান সুজন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আফজালুল হক আপন প্রমুখ। চেয়ারম্যান আবু সাঈদ শামীম জানান, ইউনিয়নের ৯টি ওয়ার্ডের কৃষকদের চাষাবাদে সুবিধা দিতে এডিপির বরাদ্দ হতে প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা ব্যয়ে এসব স্প্রে মেশিন বিতরন করা হয়। উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, আসন্ন আমন মৌসুমে কৃষকদের সবধরনের সহযোগীতা করতে উপজেলা কৃষি অধিদপ্তরের প্রতি আহবান জানান। এসময় উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান করোনা ভাইরাস মোকাবেলায় সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।
0 Comments