বিজ্ঞাপন দিন

জলঢাকায় ক্রেতাদের জিম্মি করে ৪৫ টাকার ঔষুধ ২০০ টাকায় বিক্রি


ফরহাদ ইসলাম জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় গবাদি পশুর লাম্পি স্কিন রোগকে পুজি করে সাধারণ মানুষের কাছে ৪৫ টাকার ঔষুধ ২০০ টাকায় বিক্রি করছেন এক শ্রেণীর ব্যবসায়ী। রেনাটা লিঃ এর ‘‘প্রোনাপেন’’ পন্যের গায়ে ৪৪ টাকা ৫৯ পয়সা নির্ধারিত মূল্য থাকলেও বিভিন্ন কৌশলে গবাদি খামারি ও সাধারণ মানুষদের জিম্মি করে তা ২০০ টাকায় বিক্রি করছেন তারা। এদিকে পশুর জীবন বাঁচাতে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ঔষুধ কিনতে বাধ্য হচ্ছেন ক্রেতারাও। উপজেলা প্রাণী সম্পদ অফিস সূত্রে জানা যায়,এবারে উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ৫ হাজারের বেশি গবাদি পশু লাম্পি স্কিন রোগে আক্রান্ত হয়েছে,এর মধ্যে উপজেলা প্রাণী সম্পদ অফিস থেকে চিকিৎসা নেয়া দেড়’শ গবাদি পশু পুরোপরি সুস্থ হয়েছে। গবাদি খামারি আইয়ুব আলী,আজাদ হোসেন,সিরাজুল ইসলামসহ অনেকের সঙ্গে কথা হলে তারা সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন,‘‘পশুর জীবন বাঁচাতে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ঔষুধ কিনতে হচ্ছে আমাদের। বিভিন্ন অপরাধের দায়ে অনেক জেল জরিমানা দেওয়ার কথা শুনেছি,আমরা উপজেলা প্রশাসনের কাছে বেশি দামে ঔষুধ বিক্রি করা ব্যবসায়ীদের শাস্তির দাবী জানাচ্ছি।’’ বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগইষ্ট জলঢাকা উপ-শাখার সভাপতি আলহাজ্ব মাহবুবর রহমান মনি বলেন,‘‘ কোন অসাধু ব্যবসায়ী নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ঔষুধ বিক্রি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উর্ধতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে।’’ এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানের সঙ্গে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন,‘‘বিষয়টি শুনলাম,অতিদ্রুত জড়িত ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’’

 

Post a Comment

0 Comments