রতন কুমার রায়, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলায় এক চিকিৎসক (৫০) ও তার ছেলে (২৪) কোভিড-১৯ শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার রাত নয়টায় উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. মোহাম্মদ ইব্রাহীম এ তথ্য নিশ্চিত করে জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের নিকট হতে ১৫ জুনের প্রেরিত নমুনার রির্পোটে এ তথ্য পাওয়া গেছে।
করোনা শনাক্ত চিকিৎসক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার বিভাগে এসএসিএমও (এসপি)। জোড়াবাড়ী এফডব্লিউসিতে কর্মরত আছেন। তারা ডোমার পৌরসভার কাজিপাড়া এলাকার নিজ বাড়িতে আইসোলেশনে থাকবে বলে জানান ডা. মোহাম্মদ ইব্রাহীম।
প্রসঙ্গত, উপজেলায় মোট ৩৩ জন করোনায় আক্রান্ত। এরমধ্যে ১৮ সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
0 Comments