বিজ্ঞাপন দিন

স্কেল ব্যবসার আড়ালে ইয়াবা ব্যবসা ॥ অতপর পুলিশের হাতে আটক


ফরহাদ ইসলাম জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় স্কেল ব্যবসার আড়ালে ইয়াবা ব্যবসা করে আসছিলেন হারুন-অর রশিদ (২৩) নামে এক ব্যক্তি। বুধবার (২৯জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌরশহরের পেট্রোলপাম্প এলাকায় রাজ ডিজিটাল স্কেল মেশিনের অফিসে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে থানা পুলিশ। এ সময় হারুনের কাছে ৬০ পিস ইয়াবা পাওয়া গেছে বলে জানান,গ্রেফতার অভিযানে নেতৃত্বে থাকা এস.আই বদরুদ্দোজা বাদল। এ বিষয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছে পুলিশ। গ্রেফতারকৃত হারুন উপজেলার বালাগ্রাম ইউনিয়নের পশ্চিম বালাগ্রাম ক্লাবেরপাড় এলাকার মমিনুর রহমানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান।