বিজ্ঞাপন দিন

জলঢাকায় বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ এর মানববন্ধন

জাহিনুর ইসলাম জীবন, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় প্রাণঘাতি করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠান সমুহের নিদারুন অর্থকষ্ট লাঘবে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে প্রণোদনার প্রত্যাশায় মানববন্ধন করেছেন বাংলাদেশ কিন্ডাগার্টেন ঐক্য পরিষদ (বিকপ)। জানা গেছে, গত শনিবার (১১ জুলাই) সকালে ১০.৩০ টা থেকে ১১.৩০ পর্যন্ত স্থানীয় বঙ্গবন্ধু চত্তরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করেছেন বাংলাদেশ বিকন্ডারগার্টেন (ডেভ) এ্যাসোসিয়েশন, ঢাকা’র সৌজন্যে উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন ও সমমান শিক্ষা প্রতিষ্ঠান। মানববন্ধনে উপস্থিত ছিলেন, কিন্ডারগার্টেনের ঐক্য পরিষদের আহবায়ক আনোয়ার হোসেন রঞ্জু, মুন কে.জি স্কুলের অধ্যক্ষ আব্দুল মালেক, টেকনিক্যাল স্কুল এ্যান্ড বিএম কলেজের পরিচালক মনোয়ার হোসেন, গোলমুন্ডা আল হেলাল একাডেমির অধ্যক্ষ মোয়াম্মার আল হাসান। বক্তারা বলেন, আমরা বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের শিক্ষকগণ প্রাণঘাতি করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ। অর্থকষ্ট লাঘবে মাননীয় প্রধানমন্ত্রী’র প্রণোদনার প্রত্যাশা কামনা করছি। এসময় উপজেলার ১০৬টি কিন্ডারগার্টেন স্কুলের প্রায় ২ শত জন শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।