ফরহাদ ইসলাম জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ
‘‘মুজিববর্ষের আহ্বান ৩ টি করে গাছ লাগান’’এই প্রতিপাধ্যকে সামনে রেখে এবং কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে নীলফামারীর জলঢাকায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেছেন উপজেলা ছাত্রলীগ। সোমবার বিকেলে জলঢাকা কলেজ মাঠে একটি ফলদ গাছের চারা রোপন করে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল শাহ্ আপেল ও সাধারন সম্পাদক মাসুদ সরকার মাসুদ। উপজেলা ছাত্রলীগের সভাপতি নলনী বিশ্বাস এর সভাপতিত্বে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সাবেক সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা,উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর,সাবেক পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু,উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সফিকুল গনি স্বপনসহ ছাত্রলীগের সকল নেতাকর্মী।