বিজ্ঞাপন দিন

ডিমলায় পানি বন্দিদের মাঝে খাবার বিতরন ও জেলা পরিষদ চেয়ারম্যানের নদী ভাঙ্গন পরিদর্শন

আব্দুল মালেক, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলা উপজেলায় বয়ে যাওয়া বন্যায় পানি বন্দি হয়ে পড়ে ৭নং ঝুনাগাছ চাপানী ইউনিয়নের বাইশপুকুর, ছোটখাতা মৌজার প্রায় ১২ শত পরিবার। এদের মধ্যে ছোটখাতা মৌজার ১৮৫টি এবং টেপাখরিবাড়ি ইউনিয়নের ৩৭০টি অসহায় পরিবারের মাঝে বুধবার (১৫ জুলাই) দুপুরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নীলফামারী ইউনিট এর আয়োজনে খালিশা চাপানী গড়িনের পার নামক স্থানে এসব শুকনো খাদ্য সামগ্রী বিতরন করা হয়। পরে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন, নীলফামারী জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব সেলিম সরকার লেবু, সৈয়দপুর সরকারী কলেজ সাবেক অধ্যক্ষ সাখাওয়াদ হোসেন খোকন, খালিশা চাপানী ইউপি চেয়ারম্যান আতাউর রহমান সরকার, জেলা ছাত্রলীগের সাধারণ সাম্পাদক মাসুদ সরকারসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।