মর্তুজা ইসলাম , জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে ভিজিএফ এর চাল বিতরনের উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার (২৬ জুলাই) সকালে উপজেলার কাঠালী ইউনিয়ন পরিষদ চত্বরে এই চাল বিতরনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন তুহিন। এসময় উপস্থিত ছিলেন ট্যাক অফিসার ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আতাউল গণী ওসমানী, সচিব নুরুজ্জামান হক, ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক বসুনিয়া, উদ্দ্যোক্তা রোহিনী কান্ত রায় ও সকল ওয়াডের ইউপি সদস্যগন। এসময় ইউপি চেয়ারম্যান তুহিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যাক্রান্ত, দূর্যোগক্রান্ত, দুঃস্থ, অতিদরিদ্র ও অসহায় মানুষদের ঈদ উপলক্ষে এই চাল বরাদ্দ করেছেন। প্রকৃত দরিদ্রদের তালিকা করে এই চাল বিতরন করা হচ্ছে । এবারে কাঠালী ইউনিয়নে ৬ হাজার ৬ শত ৮৩ জন দুস্ত পরিবার ভিজিএফের আওতায় এসেছে। উপজেলা প্রশাসন ও ইউপি সদস্যদের সহযোগিতায় এই চাল সুষ্ঠুভাবে বিতরন করা হচ্ছে। ট্যাক অফিসার আতাউল গণী ওসমানী বলেন, চেয়ারম্যান সাহেবের আন্তরিকতায় সুষ্ঠুভাবে চাল বিতরন করছি। তালিকা দেখে প্রকৃত সুবিধাভোগীর হাতে ত্রানের চাল দেওযা হচ্ছে। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।