বিজ্ঞাপন দিন

ঠাকুরগাঁওয়ে উপসর্গ নিয়ে মৃত জলঢাকার ক্ষিতিষ দেবনাথের করোনা পজেটিভ

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে উপসর্গ নিয়ে মৃত ক্ষিতিষ দেবনাথের (৮০) করোনা পজেটিভ এসেছে। আজ বুধবার সন্ধ্যায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে আসা রিপোর্টে তার করোনা পজেটিভ আসে। তিনি নীলফামারী জেলার জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়নের পাইটকাপাড়া গ্রামের বাসিন্দা। ঠাকুরগাঁও সিভিল সার্জন অফিসের কর্মরত মৃত ক্ষিতিষ চন্দ্র রায়ের নাতি জগদিস রায় জানান, ১৮ জুলাই জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসার জন্য তিনি ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি হন। ১৯ জুলাই সন্ধায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত হয়। ঐদিন তার মৃত্যুর পরেই হাসপাতাল কর্তৃপক্ষ নমুনা সংগ্রহ করে। আজ বুধবার সন্ধায় (২২ জুলাই) তার করোনা পজেটিভ আসে। ২০ জুলাই নিজ গ্রামে তার সৎকার করা হয়। এদিকে আজ বুধবার জলঢাকা উপজেলায় নতুন করে আরো একজনের দেহে করোনা পজেটিভ এসেছে। তিনি জলঢাকা হাসপাতালের স্বাস্থ্যকর্মী আতাউর রহমানের পিতা একরামুল হক। তিনি পৌরসভার মাথাভাঙ্গা এলাকার বাসিন্দা। এর আগে স্বাস্থ্যকর্মী আতাউরের দেহে করোনা পজেটিভ আসে। বর্তমানে তিনি আইসোলেশনে চিকিৎসাধীন আছেন। এনিয়ে উপজেলায় মোট আক্রান্ত ৯২ জন, সুস্থ ৭৭ জন ও মৃত্যুবরন করেন ২ জন।