বিজ্ঞাপন দিন

নীলফামারিতে ঈদ-উল-আযহা উপলক্ষে বিএনসিসি'র ত্রান বিতরন

মর্তুজা ইসলাম, জলঢাকা, প্রতিনিধিঃ নীলফামারিতে করোনা ভাইরাস সংক্রমণ ও ঈদ-উল-আযহা উপলক্ষে শতাধিক কর্মহীন মানুষের মাঝে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর ( বিএনসিসি) ত্রান বিতরন করেছে। আজ মঙ্গলবার সকালে জেলার সরকারি কলেজ মাঠে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর-এর মহাস্থান রেজিমেন্টের ৩৪ বিএনসিসি ব্যাটালিয়নের সার্বিক তত্ত্বাবধানে এই ত্রান সামগ্রী বিতরন করেন নীলফামারী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মাহবুবুর রহমান ভূইয়া। এসময় উপস্থিত ছিলেন বিএনসিসির প্লাটুন কমান্ডার মোঃ ওমর ফারুক। প্লাটুন কমান্ডার মোঃ ওমর ফারুক এই দুর্যোগের সময় বিত্তবান মানুষদের সমাজের অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান। নীলফামারী সরকারি কলেজের বিএনসিসি প্লাটুন সহযোগিতায় এসময় কলেজ পাড়াসহ আশেপাশের ১০০টি পরিবারের মধ্যে চাল,তেল,পেঁয়াজ, রসুন,মসলাসহ খাদ্য সামগ্রী বিতরন করা হয় । এছাড়াও ১২ জন অসচ্ছল ক্যাডেট ও ১০ জন প্রাক্তন ক্যাডেটের পরিবারকেও সহায়তা দেওয়া হয়।