বিজ্ঞাপন দিন

নীলফামারী সদর কচুকাটায় এলজিএসপির অর্থায়নে মাস্ক, সাবান ও ব্লিচিং পাউডার বিতরণ

আব্দুল মালেক, নীলফামারী : নীলফামারী জেলা সদরের কচুকাটা ইউনিয়ন পরিষদের হত-দরিদ্রদের মাঝে এলজিএসপির অর্থায়নে মাস্ক, সাবান ও ব্লিচিং পাউডার বিতরণ এবং করোনাকালীন মহামারীতে সামাজিক দুরত্ব বজায় রাখার দিক নির্দেশনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আজ মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদ হলরুমে মাস্ক, হাত ধোয়া সাবান, ব্লিচিং পাউডার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার এলিনা আক্তার।



ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ চৌধুরীর সভাপতিত্বে, ইউপি সদস্য আব্দুর রহিম, আব্দুল হাই, আতিয়ার রহমান, বাবুল হোসেন, মহিন্দ্র রায়, মাহাতাব হোসেন, সিদ্দিক, মহসিন আলী, তাইদুল ইসলাম, মহিলা সদস্য নুরজাহান বেগম ইতি, মনিরা বেগম ও ইউপি সচিব সালেকুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এসময় উপস্থিত ছিলেন।



এলজিএসপি-০৩ এর অর্থায়নে ইউনিয়নের অসহায় হত-দরিদ্র ১৫০টি পরিবারের মাঝে মাস্ক, হাত ধোয়া সাবান ও ব্লিচিং পাউডার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইউএনও এলিনা আক্তার।।