আব্দুল মালেক, নীলফামারীঃ
নীলফামারী সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে ব্রেঞ্চ বিতরণ করেন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন। আজ বুধবার (২২ জুলাই) দুপুরে জেলা পরিষদ চত্বরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষকদের হাতে ব্রেঞ্চ তুলে দেয়া হয়।
বর্তমান সরকারের উন্নয়ন প্রকল্পের ধারা হিসেবে (২০১৯-২০২০) অর্থ বছরের এডিপির সাধারন তহবিল থেকে বরাদ্দকৃত জেলা পরিষদের অর্থায়নে তিন লক্ষ টাকার ৬০ জোড়া ব্রেঞ্চ ১১নং ওয়ার্ডের ওইসব শিক্ষা প্রতিষ্টানে দেয়া হয়। ব্রেঞ্চ বিতরণকালে জেলা পরিষদের প্রধান নির্বাহী (ভারপ্রাপ্ত) জয়নুল আবেদীন ও ১১নং ওয়ার্ডের সদস্য সাইদুর রহমান এ্যাপোলো জেলা পরিষদের কর্মকর্তা কর্মচারীগন এসময় উপস্থিত ছিলেন।