মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় সামাজিক নিরাপত্তা বেস্টনির আওতায় বয়স্ক ও বিধবা ভাতাভোগীদের মাঝে ভাতার বহি বিতরন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) উপজেলার খুটামারা ইউনিয়ন পরিষদ চত্বরে ৮৭ জন বয়স্ক ও ৬৬ জন বিধবা ভাতাভোগীর হাতে ভাতার বহি তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। ইউপি চেয়ারম্যান আবু সাঈদ শামিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান, ভাইসচেয়ারম্যান গোলাম পাশা এলিচ, উপজেলা সমাজসেবা অফিসার শাহ মোঃ মাহমুদুল হক, বিশিষ্ট সমাজসেবক মঞ্জুরুল আলম সিয়াম, সচিব গুলজার রহমান সুজন ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আফজালুল হক আপন প্রমুখ। এসময় উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর বলেন, সরকার অসহায় মানুষের কষ্ট দুরীকরনে কাজ করছে। তিনি আরো বলেন সরকার করোনা ভাইরাস সংক্রমণের ফলে দেশের ক্ষতিগ্রস্ত ৬ কোটি মানুষের পাশে দাড়িয়ে এক অনন্য নজীর স্থাপন করেছে। এসময় তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান। উপজেলা সমাজসেবা অফিসার মাহমুদুল হক জানান, ২০১৯ - ২০ অর্থ বছরের জন্য উপজেলার ১১ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় নির্বাচিত ৯ শত ৬৮ জন বয়স্ক, ৮ শত ৮৭ জন বিধবা ও ১ হাজার ৪৫ জন প্রতিবন্ধীর মাঝে ভাতার বহি বিতরন করা হচ্ছে । উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যাক্তিবর্গ ও সুবিধাভোগীগন উপস্থিত ছিলেন।