বিজ্ঞাপন দিন

নৌকায় উঠে দি মেসেজ ফাউন্ডেশনের ত্রাণ পেল রাজিবপুরের বন্যাদুর্গত মা

আবেদ আলী স্টাফ রিপোর্টারঃ নৌকায় উঠে দি মেসেজ ফাউন্ডেশনের ত্রাণ পেল রাজিবপুরের তিসার বন্যাদুর্গত চরবাসি। এ অঞ্চলে টানা কয়েকদিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে বন্যা কবলিত হয়ে পরে তিস্তা বেশিরভাগ পরিবার। গতকাল কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার মোহন গঞ্জের বন্যাকবলিত ওইসব শতাধিক চরবাসিদের মধ্যে নৌকায় করে ত্রাণ পৌঁছে দিয়েছে দি মেসেজ ফাউন্ডেশন। ত্রাণ গুলোতে ছিল, ৫কেজি চাল, ১কেজি চিড়া, ১কেজি মুড়ি, ১প্যাকেট চিনি, ২টি পাউরুটি ও ১প্যাকেট করে লবন তাদের হাতে তুলে দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ সাইফুল ইসলাম খান মাদানী। এসময় উপস্থিত ছিলেন, প্রধান নির্বাহী কর্মকর্তা ডাঃ আনোয়ার হোসেন, কুড়িগ্রাম রিভারভিউ হাইস্কুলের সহকারী শিক্ষক ও হিউম্যান রাইটসের জেলা সভাপতি রাশেদুজ্জামান তাওহীদ ও স্থানীয় ইউপি সদস্য সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ প্রমুখ।