বিজ্ঞাপন দিন

নীলফামারী জেলা পরিষদ থেকে হত-দরিদ্র ১২৪টি পরিবারের মাঝে এডিপির টিউবয়েল বিতরন

আব্দুল মালেক, নীলফামারীঃ বর্তমান সরকারের উন্নয়ন প্রকল্পের ধারা হিসেবে (২০১৯-২০২০) অর্থ বছরের এডিপির সাধারন তহবিল থেকে বরাদ্দকৃত ১২৪টি টিউবয়েল বিতরন করেছেন নীলফামারী জেলা পরিষদের মহিলা সংরক্ষিত আসন ০৩ এর মহিলা সদস্য শিউলী আক্তার। আজ সোমবার(২০ জুলাই) দুপুরে জেলা পরিষদ চত্বরে বিভিন্ন ইউনিয়নের অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে(২০১৯-২০২০) অর্থ বছরের এডিপির বরাদ্দকৃত চার লক্ষ টাকার এসব টিউবয়েল বিতরন করেন তিনি। 

একটি টিউবয়েল, একটি ফিলটার পাইপ, ২০ফুট করে তিনটি পাইপ ও একটি স্টীল পাইপ ১২৪টি পরিবারের প্রত্যেকের হাতে তুলে দেয়া হয়। টিউবয়ের বিতরনকালে জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, জেলা পরিষদের প্রধান নির্বাহী(ভারপ্রাপ্ত) জয়নুল আবেদীন, জেলা পরিষদের সদস্য সাইদুর রহমান এ্যাপোলো সহকারী প্রকৌশলী রবিউল ইসলাম, জেলা পরিষদের সি,এ (গোপনীয় সহকারী ) শ্যামল সরকার ও চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী উত্তম কুমার তরফদারসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীগন এসময় উপস্থিত ছিলেন।