রতন কুমার রায়, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমারে লুৎফর রহমান (৩০) নামের তিন মাসের সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ । বুধবার সন্ধ্যা ছয় টার দিকে রুহিয়া উপজেলার আখানগর এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকালে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
থানা সুত্রে জানা গেছে, স্ত্রীর করা খোরপোষ মামলায় স্বামী লুৎফর রহমানের তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেয় আদালত। লুৎফর দীর্ঘদিন হতে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় ডোমার থানার এএসআই মঞ্জুরুল হোসাইন সঙ্গীয় ফোর্সসহ তাকে রুহিয়া উপজেলার আখানগর এলাকা হতে গ্রেফতার করে।
ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহষ্পতিবার সকালে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।