মনিরুজ্জামান লেবু নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর জলঢাকায় ইয়াবাসহ ৬ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান"র নির্দেশে এস আই বদরুদ্দোজা"র নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে পৌরশহরের দুন্দিবাড়ী সাইডেরপাড় এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন জলঢাকা পৌরসভার বগুলাগাড়ী বাবুল্লাপাড়া এলাকার মফেল উদ্দিনের ছেলে মাজেদুল ইসলাম সাজু (৪৩), মাথাভাঙ্গা এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে রোস্তম আলী (৪২), মুদিপাড়া এলাকার মৃত বেনাম চন্দ্রের ছেলে শ্রী নরেশ চন্দ্র (৪৫) ও কিশোরগঞ্জ উপজেলার দক্ষিণ বড়ভিটা এলাকার মৃত ওমর আলীর ছেলে বাবু ওরফে ফারিকুল ইসলাম (৩৮), উত্তর বড়ভিটা ডাঙ্গাপাড়ার মৃত দেলোয়ার হোসেনের ছেলে সামসুল হুদা (৩৮), দক্ষিণ বড়ভিটা ডাঙ্গাপাড়া এলাকার মৃত মমিন উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম (৪৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা কেনাবেচার সময় তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫০ পিচ ইয়াবাসহ মাদকদ্রব্য কাজে ব্যবহৃত ২টি মটরসাইকেল জব্দ করা হয়েছে।
আজ শুক্রবার বিকেলে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদেরকে নীলফামারী জেলহাজতে প্রেরণ করা হয়। ঘটনার সত্যতা স্বীকার করে জলঢাকা থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, গ্রেফতারকৃত প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে ।