বিজ্ঞাপন দিন

ডোমারে উপজেলা আওয়ামীলীগের পৃথক ভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন

রতন কুমার রায়, নীলফামারী প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নীলফামারীর ডোমার উপজেলা আওয়ামী লীগের সভাপতি সম্পাদক পৃথকভাবে আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচী পালন করে। শনিবার সকালে স্ব স্ব গ্রুপের নির্ধারিত স্থানে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হয়েছে।বিকাল পাঁচটায় উপজেলা আওয়ামীলীগের ব্যানারসহ উপজেলা ছাত্রলীগ, কৃষকলীগ,জাতীয় শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদের নেতৃত্বে ডাকবাংলো সংলগ্ন দলীয় কার্যালয়ে তার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন ডোমার পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ময়নুল হক, উপজেলা আ,লীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি আব্দুল ওয়াদুদ, সম্পাদক আখতারুল হক, কৃষকলীগের সভাপতি হাবিবুল হক দুলাল, স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, উপজেলা মহিলা আ,লীগের আহবায়ক ও জেলা পরিষদ সদস্য মেহেরুন আক্তার পলিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সব্যসাচী রায়, সম্পাদক হাফিজুর রহমান মানিক, সোনারায় ইউনিয়ন আ,লীগের সভাপতি সহিদ আহমেদ শান্তু।

ডোমার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক হারুন অর রশিদের (রশিদুল) সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, , স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি জাবেদুল ইসলাম সানবীম, ডোমার ইউনিয়ন  আ,লীগের সভাপতি ময়নুল ইসলাম, সোনারায় ইউনিয়ন আ,লীগের সম্পাদক ফিরোজ চৌধুরী, বোড়াগাড়ী ইউনিয়ন আ,লীগের সম্পাদক মনজুর আহমেদ ডন, জোড়াবাড়ী ইউনিয়ন আ,লীগের সম্পাদক এহতেশামুল হক, যুবলীগ নেতা আরিফ বিন রশিদ (দিপ), সোনারায় ইউনিয়ন যুবলীগ সভাপতি মুজিবুর রহমান, সম্পাদক মনোরঞ্জন রায় জীবন, বোড়াগাড়ী ইউনিয়ন মহিলা আ,লীগের সভাপতি শিল্পী আক্তার প্রমূখ।

অপরদিকে শনিবার সকালে উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুলের নেতৃত্বে সকাল নয়টায় ডোমার বাজারস্থ বাটার মোড়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে দিবসটির সুচনা করে। পরে শহীদ ধীরাজ ও মিজান স্মৃতি মিলয়াতনে স্বল্প পরিসরে আলোচনা সভায় মিলিত হয়।

এতে সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ,লীগের সহ-সভাপতি এনায়েত হোসেন নয়ন, মঞ্জুরুল হক চৌধুরী,মুক্তিযোদ্ধা মফিজার রহমান দুলাল, যুবলীগের আহবায়ক আমিনুল ইসলাম রিমন, তাতীঁ লীগের সভাপতি শাহজাহান সরকার বুলু প্রমূখ।