বিজ্ঞাপন দিন

জলঢাকায় উপজেলা আ'লীগের জাতীয় শোক দিবস পালন

মর্তুজা ইসলাম জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে উপজেলা আ'লীগ। এ উপলক্ষে আজ শনিবার সকালে পৌর আ'লীগ কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন করে শোক দিবসের কর্মসুচির উদ্বোধন করা হয়। এর আগে উপস্থিত সকল নেতাকর্মী কালো ব্যাচ ধারন করে। পরে পৌর আ'লীগের কার্যালয় থেকে উপজেলা আ'লীগের সাধারন সম্পাদক সহীদ হোসেন রুবেলের নেতৃত্বে একটি শোক র্যালী বের হয়ে বাজার প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে শেষে একই স্থানে গিয়ে শোক সভায় মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আ'লীগের সহ-সভাপতি অধ্যক্ষ মোফাজ্জল হক। এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর আহমেদ হোসেন, উপজেলা আ'লীগের যুগ্ম সম্পাদক মোহনেন্দু রায়, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, আইন বিষয়ক সম্পাদক মহসিন আলী, দপ্তর সম্পাদক ও কাঠালী ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেন তুহিন, শিমুলবাড়ী ইউনিয়ন আ'লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান হামিদুল হক, বালাগ্রাম ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিপন, ধর্মপাল ইউনিয়ন আ'লীগের সভাপতি মনোয়ার হোসেন চৌধুরী, গোলমুন্ডা ইউনিয়ন আ'লীগের সভাপতি মমিনুর রহমান, খুটামারা ইউনিয়ন আ'লীগের সভাপতি কামরুজ্জামান দুলাল, ডাউয়াবাড়ী ইউনিয়ন আ'লীগের সাধারন সম্পাদক এনামুল হক লেবু, শৌলমারী ইউনিয়ন আ'লীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান প্রানজিৎ রায় পলাশ, কৈমারী ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল হক বাবু, পৌর যুবলীগের আহবায়ক নাজমুল কবির মুকুল, যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক বসুনিয়া, ছাত্রলীগ নেতা হাদিউজ্জামান হাদি, খাদেমুল, আজম, দিপুসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন আ'লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে ১৫ আগষ্ট বঙ্গবন্ধুসহ নিহত সকল শহীদের আত্বার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।