বিজ্ঞাপন দিন

জলঢাকায় অটো চালকদের স্বেচ্ছা শ্রমে চলছে রাস্তা মেরামত কাজ

আবেদ আলী স্টাফ রিপোর্টারঃ নীলফামারীর জলঢাকায় বর্তমানে করোনাকালীন সময় এ অঞ্চলের মানুষের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভাল না থাকলেও বেশ কয়েকজন অটো চালক মিলিত হয়ে জনস্বার্থে নিজ স্বেচ্ছা শ্রম ও অর্থ দিয়ে মেরামত করছেন দির্ঘ দিনের পরে থাকা অবহিত একটি কাচা রাস্তা। তারা নিজেদের মধ্যে চাদা কালেকশন করে টালিতে করে মাটি এনে ভেঙ্গে যাওয়া কাচা রাস্তা মেরামত করছেন প্রায় সপ্তাহ ধরে। গত বৃহস্পতিবার ওই রাস্তাটি দিয়ে ফেরার সময় এ দৃশ্যটি চোখে পরে। স্থানীয় বাসিন্দা আলোর সন্ধানী ফাউন্ডেশন (আসফ) এর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি প্রকৌশলী শেফাউল আলম (সুমন) জানায়, উপজেলার গোলমুন্ডা ইউনিয়ন পরিষদ বাজার থেকে ভাবনচুর বাজার হয়ে শিমুলতলী তিস্তার বাধ পর্যন্ত কাচা রাস্তাটি দীর্ঘদিন যাবত চলাচল অযোগ্য থাকায় গোলমুন্ডা ও ডাউয়াবাড়ী ইউনিয়নের পূর্ব অঞ্চল ও লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার একাংশ মানুষের চলাচলের ভোগান্তির শেষ নেই। এখানে নির্বাচিত জনপ্রতিনিধিরা কথা দেয় কিন্তু পরে কোনও হদিস থাকেনা। ফলে বাধ্য হয়ে অটো চালকেরা জোটবদ্ধ হয়ে স্বেচ্ছা শ্রম আর নিজেদের মধ্যে অর্থ কালেকশন করে এই রাস্তাটির মেরামত কাজ করছেন। তিনি আরো বলেন ইতিমধ্যেই ৪২ টলি বালু ফেলানো হয়েছে, রাস্তাটি চলাচলের যোগ্য করতে আরও ৫০ টলি বালুর প্রয়োজন হবে যা এদের সামর্থ্যের বাহিরে।