বিজ্ঞাপন দিন

জলঢাকায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

মর্তুজা ইসলা, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় ২০২০ -- ২১ অর্থ বছরে প্রণোদনা কর্মসুচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে মাসকালাই বীজ ও সার বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানের সভাপতিত্বে কৃষি উপকরণ বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ'লীগের সাধারন সম্পাদক সহীদ হোসেন রুবেল, উপজেলা কৃষি অফিসার শাহ মোঃ মাহফুজুল হক, উপজেলা বন কর্মকর্তা এটিএম রেজাউল ইসলাম ও কৃষি সম্প্রসারন কর্মকর্তা মীর হাসান আল বান্না প্রমুখ। এসময় উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর বলেন, বর্তমান সরকার কৃষকের সারের চাহিদা পুরন করেছে, এখন আর সারের জন্য আন্দোলন করতে হয়না, এছাড়াও স্বল্প সুদে কৃষি ঋণের ব্যবস্থা করেছে, কৃষি ব্যবস্থা সহজ করতে ভর্তুকি দিয়ে কৃষি যন্ত্রপাতি দিয়েছে। শেখ হাসিনা সরকার কৃষকের জন্য নিরলসভাবে কাজ করছে। পরে তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান। এসময় উপজেলা কৃষি অফিসার জানান, এবারে উপজেলার ৪০ জন কৃষককে ১৫ কেজি সার ও ৫ কেজি মাসকালাই বীজ দেওয়া হয়।