বিজ্ঞাপন দিন

নীলফামারীতে মাস্ক ব্যবহার এবং স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণে জড়িমানা

আব্দুল মালেক, নীলফামারী ঃ করোনা মহামারী মোকাবিলায় মাস্ক ব্যবহার এবং স্বাস্থ্যবিধি নিশ্চিতের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নীলফামারী জেলা প্রশাসনের কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জায়িদ ইমরুল মোজাক্কিন এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জাহাঙ্গীর হোসাইন। আজ রবিবার(১৬ আগষ্ট) বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ও আদালত চত্বরের মেইন গেট সংলগ্ন সড়কে এ অভিযান চালায়। এসময় মাস্ক না পরায় এবং স্বাস্থ্যবিধি না মানায় দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় প্রায় একাধিক পথচারীর নিকট ৫০ টাকা করে জরিমানা আদায় করা হয়। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে গরীব অসহায় পথচারীসহ রিক্সা চালকদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। জেলা প্রশাসনের কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন, মহামারি করোনায় ঘরের বাহিরে সবার বাধ্যতামূলক মাস্ক পরা নিশ্চিত করতে প্রশাসনকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দিয়েছে সরকার। চলমান এ অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে প্রয়োজনে মাস্ক পরা এবং স্বাস্থ্যবিধি চলার জন্য আরো কঠিন কঠোরতা অবলম্বন করবে প্রশাসন। এসময় সঙ্গীয় র্ফোসসহ সদর থানার এস আই আরমান আলী উপস্থিত ছিলেন।