বিজ্ঞাপন দিন

নীলফামারীতে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব-২০২০ পালন উপলক্ষে আলোচনা সভা

আব্দুল মালেক, নীলফামারীঃ নীলফামারীতে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব-২০২০ পালন উপলক্ষ্যে আলোচনা সভা ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ আগষ্ঠ) নীলফামারী পৌর শহরের কেন্দ্রীয় শ্রীশ্রী আনন্দময়ী কালীমন্দিরে জেলা প্রশাসন ও জেলা হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টীর আয়োজনে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ হাফিজুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. মমতাজুল হক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ। অনুষ্ঠানে জেলা হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টীর সভাপতি এ্যাড. অক্ষয় কুমার রায় এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার এলিনা আক্তার,উপজেলা সহকারী কমিশনার(ভুমি) বেলায়েত হোসেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা সাধারণ সম্পাদক মৃগাল কান্তি রায়, জেলা পূজা উৎসব কমিটির সাধারণ সম্পাদক এ্যাড. রমেন্দ্রনাথ বর্দ্ধন(বাপী), সদও উজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তী ও মহিলা ভাইস চেয়ারম্যান সান্তনা চক্রবর্তীসহ অনেকে। এসময় জেলা প্রশাসক হাফিজুর রহমান চেšধুরী, সনাতন ধর্মাবলম্বী সকলকে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি শুভ জন্মাষ্টমী আলোকপাত করতে গিয়ে বলেন, সমাজ থেকে অন্যায়-অত্যাচার, অধর্ম, কুসংস্কার, নিপীড়ন ও হানাহানি দূর করে মানুষে মানুষে সাম্য, ভ্রাতৃত্ব, অকৃত্রিম ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলাই ছিলো শ্রীকৃষ্ণের মূল দর্শন। শ্রীকৃষ্ণ তার জীবনাচরণ ও কর্মের মধ্য দিয়ে সমাজে মানবপ্রেম, ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা করেছিলেন। তার আদর্শ ও দর্শন অনুসরণের মাধ্যমে আমাদের আবহমানকালের সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন।