বিজ্ঞাপন দিন

নীলফামারীতে বন্যায় ক্ষতিগ্রস্থ ও অসহায় প্রতিবন্দিদের মাঝে জেলা সেচ্ছা সেবকলীগের খাদ্য সামগ্রী বিতরণ

আব্দুল মালেক, নীলফামারীঃ বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জৈষ্ঠপুত্র মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বিশিষ্ঠ ক্রীড়াবিদ শহিদ শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে নীলফামারী জেলা সেচ্ছাসেবক লীগের আয়োজনে বন্যায় ক্ষতিগ্রস্থ ও অসহায় প্রতিবন্দিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (০৫ জুলাই) দুপুর ০১টায় নীলফামারী জেলা শহরের বঙ্গবন্ধু ম্যুর‌্যাল চত্বওে স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত আলোচনা শেষে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ। বিশেষ অতিথি ছিলেন, সেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক এ. কে. এম আফজালুর রহমান বাবু। সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জেলা সেচ্ছা সেবকলীগের সভাপতি কামারুজ্জামান ও জেলা সেচ্ছা সেবকলীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তীর সার্বিক তত্ত্বাবধানে প্রায় শতাধীক অসহায় প্রতিবন্দি ও বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়। এসময় ছয় উপজেলার সভাপতি ও সাধারন সম্পাদক গনসহ জেলা সেচ্ছা সেবক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।