বিজ্ঞাপন দিন

ডোমারে নানা বাড়ী বেড়াতে এসে পুকুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

রতন কুমার রায়, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমারে নানা বাড়ী বেড়াতে এসে পুকুরের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার সোনারায় ইউনিয়নের ঘোনপাড়া গ্রামে দূর্ঘটনাটি ঘটে। দুই শিশু মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিশুরা হলো সোনারায় ইউনিয়নের চাকধাপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে সাইমা ইসলাম (৫) ও একই এলাকার সুমন রহমানের মেয়ে সুমনা (৬)। তারা সম্পর্কে খালাতো বোন। স্থানীয়রা জানায়, সোনারায় ইউনিয়নের হরিহরা ঘোনপাড়া গ্রামের আব্দুর রহিমের বাড়ীতে ঈদ উপলক্ষে বেড়াতে আসে তার মেয়ে। বুধবার দুপুরে রহিমের দুই নাতনি বাড়ীর পাশে পুকুরে ধারে খেলা করছিলো। এ সময় সবার অগোচরে দুইজনেই পুকুরে পরে পানিতে ডুবে মারা যায়। স্বজনরা তাদের খুজাখুজি করে। পরে বাড়ীর পাশে পুকুরে তাদের মৃত্যুদেহ ভেসে উঠলে স্থানীয়রা তাদের উদ্ধার করে বাড়ীতে নিয়ে আসে। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সোনারায় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি খুবেই দুঃখ জনক। দুই শিশুর পরিবারের শোকের মাতম চলছে বলেও তিনি জানিয়েছেন। ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশু ২টি পানিতে পরে মারা গেছে, অভিভাবকের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। অপরদিকে সকালে উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের প্রগতি পাড়ায় মানষিক ভারসাম্যহীন এক নারী ও তার সাতমাস বয়সী শিশুকন্যার মৃত্যুদেহ পুকুর থেকে উদ্ধার করে পুলিশ।