বিজ্ঞাপন দিন

নীলফামারীতে রংপুর বিভাগীয় ৭১এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের ১৫ আগষ্ঠের প্রস্তুতিমূলক আলোচনা সভা

আব্দুল মালেক, নীলফামারীঃ- আগামী ১৫ আগষ্ট স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানসহ স্বপরিবারের সদস্যদের নির্মম হত্যাকান্ডের ৪৫তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে নীলফামারী জেলায় রংপুর বিভাগীয় ৭১ এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদ কমিটির প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৮ আগষ্ট) দুপর ০১টায় জেলা সার্কিট হাউস নতুন বাজার মোর ৭১এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদ অফিস কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রংপুর বিভাগীয় সভাপতি সফিয়ার রহমান । আলোচনা সভায় বক্তব্য রাখেন, অনুষ্ঠানের প্রধান অতিথি নীলফামারী পৌর আওয়ামী লীগের সভাপতি মোসফিকুল ইসলাম রিন্টু । এসময় আরো বক্তব্য রাখেন, রংপুর বিভাগীয় কমিটির সাধারন সম্পাদক খোরশেদ আলম, বিভাগীয় অর্থবিষয়ক সম্পাদক কষ্ণ কান্তি সিংহ রায়, পঞ্চগড় জেলা সভাপতি শেখ মোঃ হাবিবুর রহমান, নীলফামারী জেলা সভাপতি মোজাম্মেল হক, সাধারন সম্পাদক সৈয়দ আলী, দিনাজপুর কাহারোল উজেলা সভাপতি হুমায়ুন কবীর মজুমদার ও বীরগঞ্জ উপজেলার সভাপতি ডাঃ বাবু নির্মল রায় প্রমূখ।
এসময় নীলফামারী জেলা সহ-সভাপতি এছের আলী, সাংগাঠনিক সম্পাদক এনামুল হক চৌধুরী রাজা, সহ-সাংগাঠনিক কবীর হোসেন, অর্থবিষয়ক সম্পাদক নুরল আফছার বাবু, দপ্তর সম্পাদক আব্দুল হামিদ, সদর উপজেলা সভাপতি গোলাম সারোয়ার লেবু, সৈয়দপুর উপজেলা সভাপতি ছালেহ উদ্দিন ও দিনাজপুর বীরগঞ্জ উপজেলা সাধারন সম্পাদক বাবু অরুন কুমার দেবসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সামাজিক দুরত্ব বজায় রেখে এবং সরকারী দিক নির্দেশনা মেনে সিমিত আকারে, আগামী ১৫ আগষ্ট ৪৫তম জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতির বিষয়ে আলোচনা করেন বক্তারা। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, নীলফামারী সদর উপজেলার সাবেক সভাপতি আব্দুল মজিদ।