বিজ্ঞাপন দিন

জলঢাকায় জাপা নেতার আবাসিক হোটেলে অনৈতিক কর্মকান্ডে কপোত কপোতি আটক




            

জাহিনুর জীবন ,জলঢাকা নীলফামারী প্রতিনিধিঃনীলফামারী জলঢাকায় জাপা নেতার আবাসিক হোটেল থেকে অনৈতিক কর্মকান্ড অবস্থায় কপোত কপোতি আটক করেছে থানা পুলিশ। ২১ সেপ্টেম্বর সোমবার দুপুরে পৌর শহরের বাসষ্ট্যান্ডের পশ্চিম পার্শ্বে অবস্থিত দ্রুত আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে। থানা পুলিশ সুত্রে জানা যায়, উক্ত আবাসিক হোটেলে বাহির থেকে যৌনকর্মী নিয়ে এসে অত্যন্ত গোপনীয় ভাবে অনৈতিক কর্মকান্ড পরিচালনা করে আসছে হোটেলটির মালিক। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছে অনৈতিক অবস্থায় তাদের আটক করে। আটককৃতরা হলেন,কচুঁকাটা বালাপাড়া গ্রামের মৃত্যু রমজান আলীর পুত্র কচুঁকাটা ভরটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুরোত আলী ( ৫২ ) ও যৌনকর্মী ডোমার সোনাখালী গ্রামের মৃত্যু মমতাজ আলীর স্ত্রী গোলাপী বেগম ( ৩৫ )। তবে থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় দ্রুত আবাসিক হোটেলের স্বত্ত্বাধিকারী জাপা নেতা দুলাল হোসেন প্রাক্তন ( আর্মি )। ইতিপূর্বে কয়েকবার ওই আবাসিক হোটেলটিতে অনৈতিক কর্মকান্ডের ঘটনা ঘটেছিলো ফলে উৎশুক জনতা ক্ষিপ্ত হয়ে আবাসিক হোটেলটির বিরুদ্ধে কার্যকারি প্রশাসনিক পদক্ষেপ নিতে জোর দাবী তোলেন। এরশাদ আলম, তৌহিদুল ইসলাম সহ অনেক ব্যবসায়ী গনমাধ্যমে অভিযোগ করে বলেন, দ্রুত আবাসিক হোটেলটির আশপাশে স্থায়ী বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। হরহামেশেই এখানে যৌনকর্মী নিয়ে এসে অনৈতিক কর্মকান্ড পরিচালনা করে জাপা নেতা দুলাল আর্মি। দলীয় সাইনবোর্ড ও প্রাক্তন আর্মি সদস্যের বলে বুক উচিয়ে দেদার্চে যৌনকর্মীদের এনে অনৈতিক কর্মকান্ড চালায়। এতে করে আমাদের এই জায়গার বদনাম হচ্ছে।এ বিষয়ে মুঠোফোনো জলঢাকা থানা অফিসার ইনচার্জ ওসি মোস্তাফিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, এ ঘটনা মামলা যে রেকর্ড হবে তার কোন আইন নাই। বিষয়টির নিয়ে মোবাইল কোর্ডের জন্য ইউএনও মহয়দকে বলছিলাম তিনি মোবাইল কোর্ডের আওতায় আনতে চাইছেন না। এখন মুছেকা নিয়ে ছেরে দিতে হবে। এমন চলতে থাকবে তাহলে এমন প্রশ্নের উত্তর ওসি মোস্তাফিজুর রহমান জানান, এ বিষয়ে সরকারকে আইন করতে বলেন। তবেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা সম্ভব হবে।


Post a Comment

0 Comments