বিজ্ঞাপন দিন

জলঢাকায় “দি মেসেজ ফাউন্ডেশন” এর উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

জল ডেস্ক : আজ শনিবার ৫ সেপ্টেম্বর দুপুর ১ ঘটিকার সময় "দি মেসেজ ফাউন্ডেশন "এর উদ্যেগে নীলফামারী জলঢাকা উপজেলার শৌলমারী ও কৈমারী ইউনিয়নের নদীভাঙ্গন ও বন্যায় ক্ষতিগ্রস্থ্য প্রায় দুইশত পরিবারকে ভারী খাদ্য ও শুকনা খাবার সহায়তা প্রদাণ করা হয়। 

খাদ্য সামগ্রীর মধ্যে প্যাকেজে ছিল চাল ১৫ কেজি,আঠা ০২ কেজি,তেল  ০১ লিটার,পিয়াজঁ ০২ কেজিসহ নিম্নোক্ত প্রডাক্ট সমূহ ১. চিড়া ১ প্যাকেট,২. লবন ১ প্যাকেট,৩. ট্যা‌ঙ ১০ প্যাকাট,৪. স্যালাইন ১ প্যাকেট ,৫. গরুর মসলা ৪ প্যাকেট,৬. মুরগির মসলা ৭ প্যাকেট,৭. মাছের মসলা ৪ প্যাকেট ,৮. চানাচুর ১ প্যাকেট,৯. মটর ভাজা ১২ প্যাকেট,১০. ইসবগুল ২ প্যাকেট,১১. বাটার টোস্ট ২ প্যাকেট,১২. টুইন ক্রাঞ্চ ১০ টি ।

উক্ত খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন,জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ মাহবুব হাসান,

এছাড়া ও উপস্থিত ছিলেন "দি মেসেজ ফাউন্ডেশন" এর চিফ এক্সিকিউটিভ অফিসার আনোয়ার হোসেন, শৌলমারী ইউনিয়ন চেয়ারম্যান জনাব প্রানজিত রায় (পলাশ), কৈমারী ইউনিয়ন চেয়ারম্যান জনাব রেজাউল হক (বাবু), জলঢাকা থানার সাব ইন্সপেক্টর জনাব জাহাঙ্গীর, স্থানীয় ইউপি সদস্য সহ কৈমারী ইউনিয়ন সচিব মানিক, শৌলমারী ইউপি সচিব সবুজ, মোঃ আতিকুল ইসলাম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

Post a Comment

0 Comments