বিজ্ঞাপন দিন

নীলফামারীতে ১৬০ বন্যাদুর্গত পরিবার পেল বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের ত্রাণ

আবেদ আলী স্টাফ রিপোর্টারঃ নীলফামারীর জলঢাকা উপজেলার গোলমুন্ডা ভাবনচুরে তিস্তা নদীগর্ভে বিলিন হয়ে যাওয়া ৫০ পরিবার সহ পার্শবর্তী ডিমলা উপজেলার বাইশপুকুর, ছাতুনামা, ছোটখাতা, ভেন্ডাবাড়ী দক্ষিণ সোনাখুলি ও ঝুনাগাছ চাপানীর ১৬০ জন অসহায় দরিদ্র মানুষকে ত্রাণ সামগ্রী দিয়েছেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস। বৃহস্পতিবার সকাল ১০ হতে ওইসব এলাকা ঘুরে ৩ টা পর্যন্ত নীলফামারী জেলা জমঈয়তে আহলে হাদীসের উদ্যোগে এসব ত্রাণ বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস নীলফামারী জেলা সভাপতি আব্দুল লতিফ চৌধুরী। সাধারণ সম্পাদক রেজাউল করিম, ডিমলা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সামছুল হক, জেলা সহ সাধারণ সম্পাদক ওবাইদুল ইসলাম, কোষাধ্যক্ষ হাসনুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইদ্রিস আলী মাস্টার প্রচার সম্পাদক সহিদার রহমান, শুব্বান সভাপতি মাও, আহমাদুল্লাহ, জলঢাকা উপজেলা আঞ্চলিক কমিটির সদস্য সামছুল আলম, বেলাল হোসাঈন ও বনিক মিয়া প্রমুখ।