বিজ্ঞাপন দিন

ডোমারে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ "মুজিববর্ষে স্বাস্থ্য খাত এগিয়ে যাবে অনেক ধাপ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমার উপজেলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে মেডিকেলের বর্জ্য ব্যবন্থাপনা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মিলন কক্ষে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ইব্রাহীম। এতে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডাঃ সুদেব চক্রবর্তী, ডাঃ তাহমিনা সুলতানা ও স্বাস্থ্য পরিদর্শক বেলাল উদ্দিন প্রমুখ। এসময় তিনি জানান, প্রশিক্ষণে উপজেলায় স্বাস্থ্যসেবা প্রদানকারী সকল প্রতিষ্ঠানের কোন বর্জ্য কিভাবে পরিষ্কার, পুড়িয়ে ফেলা ও মাটিতে পুতে রাখতে হবে সেবিষয়ে হাতে কলমে ধারনা দেওয়া হয় । উপজেলা কমিউনিটি বেইজড হেলথ কেয়ারের সার্বিক তত্বাবধানে ৩ ব্যাচে প্রশিক্ষণে উপজেলায় কর্মরত ১ শত ১৫ জন স্বাস্থ্যকর্মী অংশগ্রহণ করছে।