মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ পর্যায়)" শীর্ষক প্রকল্পের আওতায় নেতৃস্থানীয় ব্যাক্তিবর্গের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে জেলা তথ্য অফিসার (রুটিন দায়িত্ব) প্রকাশ চন্দ্র রায়ের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু হাসান মোঃ রেজওয়ানুল কবীর, সাবেক মেয়র ইলিয়াস হোসেন বাবলু প্রমুখ। এসময় উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর বলেন সরকার শিশু ও নারী উন্নয়নে ব্যপক কর্মসুচি পালন করছে। এছাড়াও গ্রামীণ নারীদের উন্নয়নে সরকার ১০ টি বিশেষ উদ্দোগ গ্রহন করেছে। যার মাধ্যমে নারীরা নিজেই স্বাবলম্বী হয়ে উঠছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের ঘোষক রোস্তম আলী সরকার। জেলা তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, ইমাম, পুরোহিত, শিক্ষক, সাংবাদিক ও এনজিও প্রতিনিধিগন অংশগ্রহণ করে।
0 Comments