বিজ্ঞাপন দিন

ডোমারে ৫ দিনব্যাপী মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ার প্রশিক্ষণের উদ্বোধন

 

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ  "মুজিববর্ষে স্বাস্থ্য খাত-এগিয়ে যাবে অনেক ধাপ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমার উপজেলায় ৫ দিনব্যাপী মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ার (এমএইচভি) প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ শনিবার (৫সেপ্টেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ইব্রাহিম। এতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোজাহেদুল করিম সুমন, আরএমও ডাঃ তপন কুমার রায় ও স্বাস্থ্য পরিদর্শক বেলাল উদ্দিন প্রমুখ। এসময় ডাঃ ইব্রাহিম বলেন, গ্রামীন জনপদের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কমিউনিটি ক্লিনিকগুলোতে এমএইচভি কর্মী নিয়োগ করেছে। যাতে কোন মানুষ সরকারি স্বাস্থ্যসেবার বাইরে না থাকে। স্বাস্থ্য অধিদপ্তরের কমিউনিটি বেইজড হেলথ কেয়ারের আয়োজনে প্রশিক্ষণে উপজেলার ২৮টি ক্লিনিকের ১ শত ৯৬ জন এমএইচভি স্বাস্থ্যকর্মী অংশগ্রহণ করছে।

Post a Comment

0 Comments