বিজ্ঞাপন দিন

জলঢাকায় রাস্তা বন্ধের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী



রবিউল ইসলাম রাজ,বিশেষ প্রতিনিধিঃনীলফামারীর জলঢাকায় জনসাধারনের ৩০ বছরের যাতায়াতের রাস্তা বন্ধের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। বুধবার দুপুরে জলঢাকা পৌরসভা ৪ নং ওয়ার্ড ডাঙ্গা পাড়ায় এ বিক্ষোভ ও মানববন্ধনে অংশগ্রহণ করে স্থানীয় নারী-শিশুসহ শতাধিক মানুষ। মানববন্ধনে বক্তারা বলেন,আমাদের বাপ-দাদা পর্যন্ত ডাঙ্গা পাড়ার এই রাস্তা দিয়ে হেঁটেছে।এখন এই রাস্তা গায়ের জোরে বাঁশের বেড়া ও গর্ত খুঁড়ে বন্ধ করে দিয়েছে মোফাজ্জল হোসেন সহ তার লোকজন। আমরা প্রায় ৩শত পরিবার বাড়ি থেকে বের হতে পারতেছিনা। আমরা এ বিষয়ে ইউএনও স্যারকেও লিখিত অভিযোগ দিয়েছি। আমরা কিছুই চাই না,শুধু রাস্তা চাই। বক্তব্যে আরও বলেন,রাস্তা বন্ধ করার প্রতিবাদ করতে গেলে বিভিন্ন ধরনের হুমকি প্রদর্শন করে অভিযুক্তরা। এ বিষয়ে সকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবর গণস্বাক্ষর সংযুক্ত একটি অভিযোগ দায়ের করেছে এলাকাবাসী।

Post a Comment

0 Comments