বিজ্ঞাপন দিন

জলঢাকায় সরকারি নির্দেশ অমান্য করে পরিক্ষা নিচ্ছে এক শিক্ষা প্রতিষ্ঠান !



ফরহাদ ইসলাম জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃনীলফামারীর জলঢাকায় সরকারি নির্দেশ অমান্য করে পরিক্ষা নিচ্ছেন আলহেরা এডুকেয়ার হোম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। সম্প্রতি প্রাণঘাতি করোনা ভাইরাসে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা করেন সরকার। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকাকালিন সময় শুধুমাত্র অনলাইন ক্লাশ ব্যতিত অন্য কোন কার্যক্রম না করার নিয়ম থাকলেও তা মানছেন না ওই শিক্ষা প্রতিষ্ঠানটি। জানা যায়,গত ৫ অক্টোবর/২০ইং থেকে সাময়িক পরিক্ষার প্রশ্ন,উত্তরপত্র ও রুটিন সংগ্রহ করার অনুরোধ জানিয়ে শিক্ষার্থীদের অভিভাবকদের মোবাইলে একটি মেসেজ প্রদান করে আলহেরা এডুকেয়ার হোম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। এবং ওই প্রশ্ন শিক্ষার্থীদের বাড়িতে নিয়ে গিয়ে পরিক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেন স্কুল কর্তৃপক্ষ। পরবর্তীতে অভিভাবকরা স্কুলে গেলে করোনাকালিন সময়ে স্কুল বন্ধ থাকাকালিন  জুন,জুলাই,আগষ্ট,সেপ্টেম্বর/২০ইং মাসের বেতন পরিশোধ করার পর সাময়িক পরিক্ষার প্রশ্ন,উত্তরপত্র ও রুটিন দেওয়া হবে বলে জানান স্কুল কর্তৃপক্ষ। তবে করোনাকালে স্কুল বন্ধ থাকায় ওই ৩ মাসের বেতন না দেওয়ার অপারকতা প্রকাশ করেন অনেক অভিভাবক। এ সময় বেশ কিছু অভিভাবকদের সঙ্গে স্কুল কর্তৃপক্ষের ঝগড়াও বাঁধে। একপর্যায়ে ওই ৩ মাসের বেতন এক সঙ্গে পরিশোধ না করে তা ৩ বারে পরিশোধ করার কথা বলেন স্কুল কর্তৃপক্ষ। পরে করোনাকালিন সময়ের ৩ মাসের মধ্যে এক মাসের বেতন পরিশোধ করার পর সাময়িক পরিক্ষার প্রশ্ন,উত্তরপত্র ও রুটিন হাতে পান অভিভাবকরা। ওই স্কুলের ৭ম শ্রেণীর ছাত্রীর বাবা মাসুদ রানা অভিযোগ করে বলেন,‘‘ করোনা ভাইরাসের সময় স্কুল বন্ধ ছিল,তবে শুনছি তারা কিছুদিন থেকে না কি অনলাইন ক্লাশ করতেছে। আমার তো স্মার্ট ফোন নেই আমার মেয়ে কিভাবে অনলাইনে ক্লাশ করবে। আর স্কুল বন্ধ থাকা ওই ৩ মাসের বেতন নিয়ে স্কুল কর্তৃপক্ষ আমার সঙ্গে খারাপ আচরন করেন। পরে এক মাসের বেতন পরিশোধ করার পর আমাকে আমার মেয়ের পরিক্ষার প্রশ্ন,উত্তরপত্র ও রুটিন দেওয়া হয়।’’ সরকারি নির্দেশ অমান্য করে পরিক্ষা নেওয়া এবং অভিভাবকদের সঙ্গে খারাপ আচরন করার বিষয়ে জানতে চাইলে আলহেরা এডুকেয়ার হোম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন,‘‘ পরিচালক স্যারের সঙ্গে আলোচনা করে বক্তব্য জানাবো।’’ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক বলেন,‘‘এখনও পরিক্ষা নেওয়ার কোন সিদ্ধান্ত আসেনি,আলহেরা কর্তৃপক্ষ কোন নির্দেশনায় পরিক্ষা নিচ্ছে তা জানতে ইতিমধ্যে স্কুল কর্তৃপক্ষকে নোটিশ প্রদান করা হয়েছে,এবং আগামী ৩ দিনের মধ্যে ওই নোটিশের জবাব দিতে বলা হয়েছে।’’


Post a Comment

0 Comments