বিজ্ঞাপন দিন

জলঢাকায় জরায়ু মুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং কর্মসুচির উপর প্রশিক্ষণ শুরু



মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা  উপজেলায় জরায়ু মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং কর্মসূচীর উপর ২ দিনব্যাপী  প্রশিক্ষণ শুরু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর কবীর। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আবু হাসান মোঃ রেজওয়ানুল কবীর, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসীন, জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধ প্রোগ্রামের রংপুর বিভাগীয় ডিভিশনাল কো-অর্ডিনেটর মোঃ মোমিন ও ইউএমটি-ইপিআই রাশেদুল ইসলাম প্রমুখ। এসময় মমিনুর রহমান  জানান, এই কর্মসুচির মাধ্যমে উপজেলার সকল ৩০ বছর থেকে ৬০ বছর বয়সী বিবাহিত নারীকে রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে। পরে পরীক্ষার মাধ্যমে উক্ত রোগে আক্রান্ত নারীদের ঢাকা থেকে আসা চিকিৎসকের দ্বারা উন্নত চিকিৎসা দেওয়া হবে। ইলেকট্রনিক ডাটা ট্রাকিংসহ জনসংখ্যা ভিত্তিক  জরায়ুমুখ ও স্তন ক্যান্সার কর্মসুচি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এবং স্বাস্থ্যশিক্ষা ও পরিবার পরিকল্পনা বিভাগ, স্বাস্থ্য কল্যান মন্ত্রণালয়ের বাস্তবায়নে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে প্রশিক্ষণে ২ ব্যাচে ৬০ জন স্বাস্থ্য সহকারী, পরিবার কল্যান সহকারী, সিএইচসিপি  ও মাঠকর্মী অংশগ্রহণ করছে।

Post a Comment

0 Comments