বিজ্ঞাপন দিন

জলঢাকা মৎস্য বাজার পুজা মন্ডপের পরিবেশ রক্ষার দাবিতে ইউএনওকে স্মারকলিপি প্রদান



স্টাফ রিপোর্টারঃহিন্দু সম্প্রদায়ের সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গা পুজা। প্রতিবছর পুজা আসলেই নীলফামারীর জলঢাকা পৌর মৎস্য বাজার

পুজা মন্ডপের আশপাশে পরিচ্ছন্ন রাখতে অস্থায়ী মৎস্য ব্যবসার দোকানপাট সরিয়ে নেওয়া হলেও এবারে ঘটেছে তার বেতিক্রম। রোববার সকালে ইউএনওকে দেওয়া স্মারকলিপিতে জানা যায়, ব্যবসায়ীরা নিজেদের মধ্যে প্রতিহিংসার কারণে একটি পক্ষ স্থাপনা না সরিয়ে পুজা উৎযাপনে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। 

মৎস্য ব্যবসায়ী স্বপন জানায, ১৯৮৪ সালে মৎস্য বাজারে বারোয়ারী পুজা মন্ডপ স্থাপন করা হয়। পুজা শুরুর ৩০/৩৫ দিন পূর্ব মন্ডপের মাট হতে দোকানপাট সরিয়ে পরিস্কার পরিচ্ছন্ন সহ চলে উৎসব প্রস্তুতির কাজ। কিন্তু এবারে কিছু ব্যবসায়ী প্রতিহিংসার বশত তাদের দোকান না সরানোর ফলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। তাই প্রশাসনের দৃষ্টি কামনায় স্মারকলিপি দেওয়া হয়েছে। যার অনুলিপি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও থানা অফিসার ইনচার্জকে দেওয়া হয়েছে

Post a Comment

0 Comments