বিজ্ঞাপন দিন

জলঢাকায় বিভিন্ন দাবীতে সমাবেশ করেছেন জেলা হোটেল এন্ড রেস্তরা শ্রমিক ইউনিয়ন

 


জাহিনুর ইসলাম জীবন, স্টাফ রিপোর্টার ঃ    সারা দেশের ন্যায় নীলফামারী জেলা জলঢাকা উপজেলাসহ বিভিন্ন দাবীতে দেশ ব্যাপী সমাবেশ করেছেন হোটেল এন্ড রেস্তরা শ্রমিক  ইউনিয়ন।শনিবার বিকাল ৪টায় জলঢাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র‌্যালী নিয়ে ট্রাফিক মোড় সংলগ্ন বাঁশ হাটি অফিস কার্যালয়ে সমাবেশে মিলিত হয়। হোটেল এন্ড রেস্তরা নীলফামারী জেলা শ্রমিক ইউনিয়নের  সভাপতি পরেশ চন্দ্র কাচুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা হোটেল এন্ড রেস্তরা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রহিদুল ইসলাম।বক্তব্য রাখেন জলঢাকা উপজেলা লেবার শ্রমিক ইউনিয়ন এর সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক জোনাব আলী, ওয়াহেদুল ইসলাম,অপিয়ার রহমান,জিয়াউর রহমান জিয়া

প্রমুখ। বক্তারা দাবী উথ্যপন করে বলেন,বাংলাদেশের সকল সেক্টরের শ্রমিকরাই নিগৃহিত ও নিপিড়ীত তার মধ্যে অন্যতম হোটেল সেক্টরের শ্রমিকরা। করোনা মহামারিতে সরকার ও শাসক শোষক গোষ্ঠী হোটেল শ্রমিকসহ শ্রমিক কৃষক মেহনতি মানুষের জীবন জীবিকা সাস্থ্য সুরক্ষার ব্যাবস্থ্য না করে সরকার সাধারণ ছুটির নামে লক ডাউন কার্যকর করায় মানুষকে অভাব অনটন তথা মৃত্যু মুখে টেলেদেয়।  জনগনের শ্রমে ঘামে অর্জিত ১ হাজার ১ শত ৬০ কোটি ডলাটের প্রনোদনা মালিক দের জন্য গোষনা করে সরকার ও শাসক শোষক শ্রেণি লুট পাট করে নেয়। অন্যদেকে করোনা মহামারিতে প্রধানমন্ত্রী ঘোষিত কর্মহিন শ্রমিক দের জন্য প্রদত্ত ৭ শত ৬০ কোটি টাকা প্রনোদনা হোটেল শ্রমিক মুলত পায়নি বলে সমাবেশে বক্তারা অভিযোগ করেন। শ্রমিক নেতারা দেশ ব্যাপী এ সমাবেশ সফল করার মধ্য দিয়ে দাবী ও অধিকার আদায়ের আন্দোলন কে বেগবান করার লক্ষ্যে বাংলাদেশে হোটেল রেষ্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনকে আহবান জানান। অনুষ্ঠানটি পরিচালোনা করেন, জেলা শ্রমিক ইউনিয়ন এর শ্রম বিষয়ক সম্পাদক তুলিপ চন্দ্র রায়।

Post a Comment

0 Comments