বিজ্ঞাপন দিন

নীলফামারীতে ভিটামিন"এ" ক্যাম্পেইনের উদ্বোধন



আব্দুল মালেক, নীলফামারীঃ নীলফামারী জেলায়  আজ থেকে শুরু  করে  ১৭অক্টোবর পর্যন্ত চলবে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। ৬থেকে ১১মাস বয়সী ২৯হাজার ৮শত ৮৯জন শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২থেকে ৫৯মাস বয়সী ২লক্ষ ৭১হাজার ১শত ৯০জন শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এরই ধারাবাহিকতায় বোববার সকালে সদর উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্স চত্ত্বরে এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। 

এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির, পুলিশ  সুপার মোখলেছুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মাহমুদ ও উপজেলা নির্বাহি কর্মকর্তা এলিনা আক্তার,সহকারী পরিচালক মেজবাহুর হাসান চৌধুরী, মেডিকেল অফিসার আবু হেনা মোস্তফা কামাল ও স্বাস্থ্য শিক্ষা অফিসার আব্দুল কাদের সহ অনেকে।


Post a Comment

0 Comments