বিজ্ঞাপন দিন

জলঢাকায় মুজিব শতবর্ষ উপলক্ষ্যে এমপি'র বৃক্ষ রোপন ও চারা বিতরন



জাহিনুর ইসলাম জীবন, জলঢাকা প্রতিনিধিঃ   নীলফামারীর জলঢাকায় ৪ অক্টোবর বোববার সকাল ১০ টা উপজেলা সামাজিক বনায়নের সহ যোগিতায় জাতীয় সংসদ সদস্য নীলফামারী -৩ মেজর রানা মোহাম্মদ সোহেল (অবঃ) এর মাধ্যমে বাংলাদেশ স্কাউটস জলঢাকা উপজেলার শাখার আয়োজনে ৫ হাজার গাছের ফলজ,বনজ ও ঔষুধী চারা আলহাজ্ব মোবারক হোসেন অনির্বাণ বিদ্যাতীর্থ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামান রোকন চৌধুরী সার্বিক তত্বাবধানে বৃক্ষ রোপন ও চারা গাছ বিতরন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য নীলফামারী -৩ মেজর রানা মোহাম্মদ সোহেল (অবঃ)।বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নূরমোহাম্মদ, উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক শহীদ হোসেন রুবেল,উপজেলা জাতীয়  পার্টি  সাধারণ  সম্পাদক  মমিনুল  ইসলাম মঞ্জু ,উপজেলা স্কাউটস'র সম্পাদক মর্তুজা ইসলাম, স্কাউটস এর কমিশনার বঙ্কিমচন্দ্র রায়,উপজেলা কাব লিডার রমানাথ রায়,প্রধান শিক্ষক তাজুল ইসলামসহ শিক্ষক গন।


Post a Comment

0 Comments