বিজ্ঞাপন দিন

নীলফামারীতে ধর্ষণ, শিশু ও নারী নির্যাতন বন্ধের দাবীতে জেলা সংস্কৃতি জোটের মানববন্ধন



আব্দুল মালেক, নীলফামারীঃধর্ষণ, শিশু ও নারী নির্যাতন বন্ধের দাবীতে মানববন্ধন করেছে নীলফামারী জেলা সংস্কৃতি জোট। আজ শনিবার বেলা ১১টায় নীলফামারী চৌরঙ্গী মোর সৃতি অম্লানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে জেলা সংস্কৃতি জোটের সভাপতি আহসান রহিম মঞ্জিলের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জেলা সাধারণ সম্পাদক এ্যাড. রমেন্দ্রনাথ বর্দ্ধন বাপী, জেলা সংস্কৃতি জোটের সদস্য ও সাবেক অধ্যক্ষ সারোয়ার মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বারী, সংস্কৃতি জোট জলঢাকা উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, ডোমার সংস্কৃতি জোটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক ফরিদা খানম এনা, যুগ্ম সাধারণ সম্পাদক রত্না সিনহা ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুুদ সরকার প্রমূখ।              

Post a Comment

0 Comments