আব্দুল মালেক, নীলফামারীঃ"ঘরে ঘরে সকলের মধ্যে জাগ্রত করতে হবে ৭১ এর মুক্তিযুদ্ধের চেতনা" এই প্রতিপাদ্যকে সামনে রেখে করোনা মহামারীর মধ্য দিয়ে দীর্ঘদিন পর অনুষ্ঠিত হলো কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা।
নীলফামারীর সৈয়দপুর মর্তুজা মিলনায়তনে ৭১ এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় কমিটির আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোমবার দুপুরে এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোজাম্মেল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সন্তান সফিয়ার রহমান। প্রধান অতিথির বক্তব্যে সফিয়ায় রহমান বলেন, আমরা ভাত চাইনা, কাপড় চাইনা, আমরা আমাদের অধিকার চাই, নীলফামারী সৈয়দপুর মর্তুজা মিলনায়তনে, ৭১ এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের নবগঠিত কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কমিটির সভাপতি সফিয়ার রহমান এ-সব কথা বলেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনাকে জাগ্রত করতে সকলের প্রতি আহবান জানান।
কেন্দ্রীয় কমিটির মুক্তি্যোদ্ধা বিষয়ক সম্পাদক ছালেহ উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, অনুষ্ঠানের প্রধান বক্তা কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম।
এছাড়াও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শেখ হাবিবুর রহমান, সহ-সভাপতি মঞ্জুরুল আলম, অর্থ বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক ইব্রাহিম মিয়াসহ বিভিন্ন জেলা ও উপজেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
0 Comments