স্টাফ রিপোর্টারঃনীলফামারীতে দেশের স্বনামধন্য বহুল প্রচারিত আইপি সিটিজি ক্রাইম টিভি'র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে জলঢাকা প্রেসক্লাবে
সিটিজি ক্রাইম টিভি'র নীলফামারী জেলা প্রতিনিধি আবেদ আলীর আয়োজনে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এসময় সিটিজি ক্রাইম টিভি'র চেয়ারম্যান আজগর আলী মানিককে অভিনন্দন জানিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জলঢাকা অনির্বাণ বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহতাব উদ্দিন, অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, যুগান্তর প্রতিনিধি সফিকুল ইসলাম চিনু, ডেইলি নিউ নেশন প্রতিনিধি শাহজাহান কবীর লেলিন, ডেইলি অবজারভার প্রতিনিধি হাসানুজ্জামান সিদ্দিকী হাসান, দৈনিক গনমুক্তি প্রতিনিধি রবিউল ইসলাম রাজ, জলঢাকা থিয়েটারের সভাপতি সোনা মিয়া, সহ সভাপতি সুলতান মাহমুদ, নাট্য সম্পাদক পুষ্পজীত রায়, স্বদেশে প্রতিদিন প্রতিনিধি জাহিনুর ইসলাম জীবন, চাঁদনী বাজার প্রতিনিধি আল ইকরাম বিপ্লব বাবু, মানব বার্তা প্রতিনিধি এরশাদ আলম, সাংস্কৃতিক কর্মী মশিউর রহমান হিট্টু, রওশন আরিফ, রিতা রানী, মাহবুবা হাসনা জনি ও আরফিনা রওশন আরশি প্রমুখ। বক্তারা বলেন, অবহেলিত জনপদ ও বস্তুনিষ্ঠু সবধরণের সংবাদ প্রচারে সাহসী ভুমিকা অব্যাহত থাকলে আগামীতে আমাদের দেশের সকল মানুষের মনে জায়গা পাবে সিটিজি ক্রাইম টিভি।
0 Comments