বিজ্ঞাপন দিন

জলঢাকায় করোনায় ডিসিআই-আরএসসি’র উদ্যোগে কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ



শাজাহান কবির লেলিন, জলঢাকা প্রতিনিধি (নীলফামারী) ঃ  

নীলফামারীর জলঢাকায় বর্তমান করোনা মহামারীতে খাদ্য নিরাপত্তাহীনতায় ভূগছে নিম্ন আয়ের মানুষ। এই সংকটময় সময়ে অর্থনৈতিক মন্দায় খাবার ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কেনার সক্ষমতা হারিয়ে ফেলা কর্মহীন হয়ে পড়া অসহায় দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী পৌছে দিলেন, বেসরকারী উন্নয়ন সংস্থা ডিসিআই-আরএসসি। বৃহস্পতিবার সকালে উপজেলার গাবরোল সিদ্দিকীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ডিসট্রেসড চিলড্রেন এ্যান্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল (ডিসিআই) এর অর্থায়ন ও রাইটস এ্যান্ড সাইট ফর চিলড্রেন (আরএসসি) এর সহযোগীতায় সান চাইল্ড স্পন্সরশিপ প্রোগ্রাম (এসসিএসপি) এর ৮ টি পাড়ায় মোট ১৬১ টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে সংস্থাটি । ত্রাণ সামগ্রীর উপকরণগুলো ছিল, ১৫ কেজি চাউল, ১.৫ কেজি মুসুর ডাল, ১ লিটার ভোজ্য তেল, ৪ কেজি আলু, ৫০০ গ্রাম লবণ, এবং দুটি করে হাত ধোয়ার সাবান সহ সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। প্রতি ১৫ দিন পরপর এ কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন, রাইটস এন্ড সাইট ফর চিলড্রেন (আরএসসি) এরিয়া ম্যানেজার গোলাম কিবরিয়া, গাবরোল সিদ্দিকীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রওশনআরা, সংস্থাটির লোকাল সভাপতি আমিনুর রহমান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। নীলফামারী এরিয়া ম্যানেজার গোলাম কিবরিয়া জানান, সংস্থাটি অসহায় দরিদ্র পরিবারের এতিম ও ঝড়ে পড়া শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য এবং বাল্য বিয়ে রোধে কাজ করে থাকে। এরেই ধারাবাহিকতায় এই সংস্থাটি প্রথম শ্রেণী হতে মাস্টার্স পর্যন্ত কিছু বাচ্চার যাবতীয় খরচ বহন করছি এবং করে যাবো। এই পরিবারগুলোকে আমরা এ সহায়তা প্রদান করছি।     


Post a Comment

0 Comments