বিজ্ঞাপন দিন

নীলফামারীতে গোদ রোগের উপর সামাজিক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

আব্দুল মালেক, নীলফামারী প্রতিনিধিঃ “গোদ রোগে যত্ন নিলে, বিকলঙ্গতা থেকে মুক্তি মেলে” এই শ্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত হলো নীলফামারীতে গোদ রোগের উপর সামাজিক উদ্বুদ্ধকরণ ১দিনের কর্মশালা। লেপ্রা বাংলাদেশ এবং ফাইলেরিয়াসিস নির্মূল, কৃমি নিয়ন্ত্রণ ও ক্ষুদে ডাক্তার কার্যক্রম রোগ নিয়ন্ত্রন শাখা, স্বাস্থ্য অধিদপ্তরের যৌথ বাস্তবায়নে ও এসেন্ড প্রকল্প, ইউকেএইডের আর্থিক ও কারিগরী সহায়তায় বুধবার(২৫ নভেম্বর) সকাল ১১টার সময় নীলফামারী সিভিল সার্জন সম্মেলন কক্ষে গোদ রোগের উপর সামাজিক উদ্ধুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। জেলা সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর কবির এর সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। এসময় বিশেষ উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল এ. এস. এম মুক্তারুজ্জামান, জেনারেল হাসপাতালের সুপারেন্টটেন ডেন্ট ডাঃ মেজবাহুল হাসান চৌধুরী, বিএমএ সভাপতি ডাঃ মমতাজুল ইসলাম, সাবেক উপপরিচালক হেলথ ডাঃ আব্দুল মজিদ সরকার, ডি.ডি.এফপি মোঃ শাজাহান,টিম লিডার লেপ্রা বাংলাদেশ ডাঃ ভিকারুন নেছা বেগম, লেপ্রা বাংলাদেশ জেলা কো-অডিনেটর আনোয়ার হোসেন ও নাজমুল শরীফ।

Post a Comment

0 Comments