মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ
করোনা পরিস্থিতিতে নীলফামারীর জলঢাকা উপজেলায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসুচির আওতায় ৪র্থ দফায় বাড়ী বাড়ী গিয়ে বিস্কুট বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে পৌরসভার বগুলাগাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার কৃষ্ণা কাবেরী বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন আরডিআরএস বাংলাদেশের স্কুল ফিডিং প্রোগ্রামের মনিটরিং এন্ড রিপোর্টিং অফিসার সোহেল রানা, ফিল্ড মনিটরিং চন্দনা রায় নায়েক, ফিল্ড মনিটরিং অপুর্ব কুমার, প্রধান শিক্ষিকা রেহেনা পারভীন, সহকারী শিক্ষক ময়নুল হাসান ও রাশেদুল ইসলাম প্রমুখ। এসময় বগুলাগাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকার ৪শত ৮১ জন শিক্ষার্থীর মাঝে উচ্চমান পুষ্টি সমৃদ্ধ ৫৪ প্যাকেট করে বিস্কুট বিতরণ করেন তারা।
0 Comments