সিরাজুল ইসলাম বিজয়, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ
‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার অঙ্গিকার’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রংপুরের তারাগঞ্জ উপজেলায় মুজিব শতবর্ষ উপলক্ষ্যে আশ্রয়ণ-২ প্রকল্পের অর্থায়নে তারাগঞ্জ উপজেলা প্রশসনের বাস্তবায়নে উপজেলার পাঁচটি ইউনিয়নে ২শ ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসনের ২০ টি বাড়ি নির্মাণ করা হবে। প্রতিটি বাড়ির জন্য ১ লক্ষ ৭১ হাজার টাকা ব্যায়ে ওই বাড়ি নির্মাণ করা হচ্ছে। তারই আংশিক কাজ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আসিব আহসান।
গতকাল মঙ্গলবার বিকেলে সয়ার ইউনিয়নের ফরিদাবাদ গ্রামের নবনির্মিত আশ্রয়ণ প্রকল্পের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর উপ-পরিচালক স্থানীয় সরকার সৈয়দ ফরহাদ হোসেন, এলজিইডি নির্বাহী প্রকৌশলী রেজাউল হক, গণপূর্ত নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, জনস্বাস্থ্য নির্বাহী প্রকৌশলী পঙ্কজ কুমার সাহা, ত্রাণ ও পুনর্বাসন জেলা কর্মকর্তা আখতারুজ্জামান, তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতিয়ার রহমান, ভাইস চেয়ারম্যান গোলাম সাইদেল কাউনাইন , সাবিনা ইয়াসমিন, সয়ার ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন আজম কিরণ , আফজালুল হক সরকার, রফিকুল ইসলামসহ বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী, উপকারভোগী প্রমুখ।
জেলা প্রশাসক আসিব আহসান বলেন, বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ ক্রমে দেশে কোন ভূমিহীন পরিবার থাকবে না। সেই লক্ষে আশ্রয়ণ-২ প্রকল্প হাতে নিয়ে স্থানীয় সরকার কাজ করছে। এতে ভূমিহীন মানুষরা পাবে স্বপ্নের মত রঙ্গিন ঘর। সেখানেই থাকবে স্যানিটেশন ও সুপেয় পানিসহ স্বাস্থ্য সম্মত পরিবেশ।
0 Comments